ফ্রিতে ভার্চুয়াল মাস্টারকার্ড বানিয়ে নিন

4
1733

ভার্চুয়াল মাস্টার কার্ড বানানোর নতুন পদ্ধতি দেখিয়ে দিব। এই পদ্ধতিতে আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি ভার্চুয়াল মাস্টারকার্ড বানাতে পারবেন। কোন ফি লাগবেনা, কোন ভেরিফিকেশন বা ব্যাংক একাউন্ট লাগবেনা। সর্বপ্রথম Yandex Money লিখে গুগলে সার্স দিন। প্রথম যে লিংক আসবে সেটাতে ক্লিক করুন অথবা নিচের লিংক এ ক্লিক করুনলিংক- Yandex Moneyএবার নিচের দেখা পিকচারে লাল চিহ্ন দেওয়া বাটনে ক্লিক করুন। 

এবার নিচে দেখানো পিকচারে নাম্বার অনুযায়ী ফরমটি পুরন করুন-

১- নতুন একটি মেইল তৈরি করুন বা আগে যদি কোন ইয়ানডেক্স মেইল থাকে তবে সেই মেইল দিন। ২- একটি পাসওয়ার্ড দিন।৩- পুনরায় ক্রমিক ১ এর সম্পূর্ণ মেইল টি লিখুন।৪- বাংলাদেশের কোড +88 সহ আপনার মোবাইল নম্বরটি লিখুন। যেমনঃ +88017000000000এভাবে তথ্য দেওয়ার পর নিচের Continue বাটনে ক্লিক করুন। তার পর পরবর্তী ধাপগুলো অনুসরন করে কার্ডটি তৈরি করুন। 

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.